দেশে চলছে মাঝরি শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতা মাঝে মাঝে বাড়ছে আর তখন রোদের দেখাও মিলছে না।
আবহাওয়া অধিদপ্তর বলছে ,আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গোপালগঞ্জ,যশোর,পাবনা ও রংপুর বিভাগের ওপর দিয়ে গতকাল বিকাল থেকে মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৬ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ব তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া গতকাল ঢাকার বাতাস ছিল খুবই অস্বাস্থ্যকর। বৈশ্বিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণ অনুযায়ী ,গতকাল বায়ু দূষণে শীর্ষে ছিল ঢাকা আর দ্বিতীয় ছিল পাকিস্থানের লাহোর । তৃতীয় ছিল ভারতের দিল্লি।
সান নিউজ/ফাশি