আহমেদ রাজু
কোনো নারী শর্টস পরে প্রকাশ্য রাস্তায় বেরোতে পারে ১৯৩৬ সালের আগে কেউ তা কল্পনাই করতে পারেনি। কিন্তু ১৯৩৭ সালে মানুষের সেই ভাবনা ভেঙে দেন কানাডার দুই সাহসী নারী। প্রকাশ্য রাস্তায় শর্টস পরে তারা বিশ্বে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দেন।
তাদের শর্টস পরার অবশ্য একটি উদ্দেশ্য ছিলো। সড়ক দুর্ঘটনা বেড়ে গিয়েছিলো খুব। হঠাৎ কানাডায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
একের পর এক সড়কে তাজাপ্রাণ ঝরে যাচ্ছিলো। কোনো সমাধান মিলছিলো না। তাই প্রতিবাদী দুই নারী সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার ও পুরুষদের দৃষ্টিআকর্ষণ করতে টরন্টোর রাস্তায় শর্টস পরে হাত ধরে হেঁটে বেড়ান।
এরপর থেকে নারীদের মধ্যে শর্টস জনপ্রিয় হয়ে উঠে!
সাননিউজ/এমএইচ-১৫