আহমেদ রাজু
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ২০০ জাপানি সৈন্যকে হত্যা করেছিলেন ক্যাপ্টেন নিভেজ ফার্নান্দেজ। নিভেজ একজন ফিলিপিনো গেরিলা।
নিভেজ যখন বিশ্বযুদ্ধে যান, তখন তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। ফিলিপাইনের ট্যাকলোবানের দক্ষিণাঞ্চলে তিনি গড়ে তুলেছিলেন একটি গেরিলা বাহিনী। তাঁর বাহিনীতে সদস্য ছিলো ১১০ জন। তারা ছিলেন গুপ্তঘাতক। খুব গোপনে তারা জাপানি সৈন্যদের হত্যা করতেন।
৭ নভেম্বর, ১৯৪৪। নিভেজ এক মার্কিন সৈন্য অ্যান্ড্রু রুপিবাকে দেখাচ্ছেন লম্বা ছুরি দিয়ে কীভাবে তিনি লেয়েট দ্বীপে জাপানি সৈন্যদের হত্যা করেছেন। ফিলিপিনো ভাষায় এই ছুরিকে বলে ‘বোলো’। গাছের ডালপালা কাটতে ব্যবহৃত হয় এই ছুরি। ব্যবহৃত হয় কৃষিকাজেও।
নিভেজের বাহিনী ছুরি ও শটগান দিয়ে হত্যা করতেন জাপানি সৈন্যদের। জাপান তাঁর মাথার মূল্য ১০ হাজার পেসো ঘোষণা করেছিলো। যুদ্ধ চলাকালে নিভেজ একবার হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন।
সান নিউজ/এনএম-১৩