ইন্টারন্যাশনাল ডেস্ক:
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের প্রবৃদ্ধি ২৫ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে।
দেশটির ঋণমান নির্ণয়কারী সংস্থা করোনা মহামারিতে আর্থিক ক্ষতির বিষয়ে প্রকাশিত রিপোর্টে এ পূর্বাভাস দিয়েছে।
এপ্রিল থেকে জুন পর্যন্ত কমেছে দেশটির অর্থনৈতিক কার্যক্রম।
উৎপাদন খাত একরকম প্যারালাইজড হয়ে গেছে মহামারির কারণে। গেলো বছরের তুলনায় ৪০ শতাংশ কমেছে দেশটির উৎপাদন খাতের কার্যক্রম, একইসাথে স্থবির অবকাঠামো খাত, বাণিজ্য, হোটেল রেস্টুরেন্ট ব্যবসা, যোগাযোগ ব্যবস্থা।
বিপর্যন্ত দেশটির পর্যটন খাত। ঋণমান নির্ণয়কারী সংস্থা বলছে, চলতি অর্থবছরে দেশটির জিডিপি প্রবৃদ্ধি সংকুচিত হতে পারে সাড়ে ৯ শতাংশ। বিশ্বব্যাংক বলছে, করোনা মহামারির কারণে অতি দারিদ্র্যের মুখে পড়তে পারে লাখ লাখ মানুষ।
সান নিউজ/ আরএইচ