ইন্টারন্যাশনাল ডেস্ক:
চারদিকে বন্যার পানিতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় আশ্রয়ের খোঁজে বিপদগ্রস্ত বাঘ ঠাই নিয়েছে ছাগলের খোয়াড়ে।
এমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায়, ছাগলের খোয়াড়ে ঢুকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার।
ভারতের আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের আশেপাশের এলাকা থেকে ছবিটি তোলা হয়েছে।
ওই ছবিতে দেখা গেছে, বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাঘের মাথা ও পেছনের অংশটুকু ছাড়া শরীরের বাকি সব অংশ ডুবে গেছে।
আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের অনেক পশুই বন্যার কারণে এভাবে অসহায় হয়ে পড়েছে। উদ্যানের প্রায় ৯৫ ভাগ পানিতে প্লাবিত, যেখানে বাঘ, হাতি ও অন্যান্য প্রাণিদের এলাকাও রয়েছে।
এজন্য পানি থেকে বাঁচতে উঁচু জায়গার খোঁজে বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে পশুরা।
বাঘটিকে সংরক্ষণ ও উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন উদ্যানের পরিচালক পি শিবকুমার। নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী কাজিরাঙ্গা উদ্যানে প্রায় ১১৮টি বাঘ রয়েছে।
সান নিউজ/সালি