আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের উত্তরাঞ্চলে গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির (এনডিএস) ভবনে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।
এক বিবৃতিতে তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
সরকারি কর্মকর্তাদের বরাতে এমনটা জানিয়েছে আল-জাজিরা।
সোমবার সামাগান প্রদেশের রাজধানী আয়বাকে দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির (এনডিএস) ভবনে এ হামলার ঘটনা ঘটে।
সামাগানের গভর্নর আব্দুল লতিফ ইব্রাহিমি জানান, নিরাপত্তা বাহিনীর ১১ জনের মৃত্যু ছাড়াও বেসামরিক নাগরিসহ ৫৪ জন আহত হন।
সান নিউজ/সালি