স্পোর্টস ডেস্ক :
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় খেলায় পরিণত করার চেষ্টা চালাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখনো পর্যন্ত এক্ষেত্রে সফলতার মুখ দেখেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বর্তমানে করোনা পরিস্থিতিতে টালমাটাল অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এর মাঝেই আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করতে চাচ্ছে দেশটি।
অবশ্য চলতি বছরের বা ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, মার্কিন ক্রিকেট সংস্থা ২০২৩ পরবর্তী সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী।
এরই মধ্যে বেশ কিছু টেস্ট খেলুড়ে দেশ যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি ম্যাচ খেলে এসেছে। ওয়েস্ট ইন্ডিজ, ভারত ছাড়া বাংলাদেশও দেশটির ফ্লোরিডায় টি-টোয়েন্টি ম্যাচ খেলে এসেছে। তবে এখনো বড় কোনো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি তারা।
মার্কিন ক্রিকেট সংস্থার চিফ এক্সিকিউটিভ ইয়ান হিগিংস এক সাক্ষাৎকারে বলেন, আমরা অদূর ভবিষ্যতে আমাদের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দাবি জানাবো। যেহেতু আমাদের এখানে দক্ষিণ এশিয়ার প্রচুর মানুষ রয়েছেন, তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে দর্শক সমাগমের কোনো অসুবিধা হবে না।
সান নিউজ/সালি