ক্রীড়া প্রতিবেদক : ২৩ জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন জাতীয় ফুটবল দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে। ছুটি শেষে জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথম সপ্তাহে আসার কথা ছিল জেমির। করোনা ও লকডাউন পরিস্থিতি বিবেচনায় খানিকটা দেরিতে ঢাকায় আসলেন জামাল ভূইয়াদের কোচ। শুক্রবার (১৩ আগস্ট) সকালে ঢাকায় পৌঁছান জেমি ডে।
ঢাকায় পৌঁছেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সরাসরি যেতে পারছেন না। তিন দিন অপেক্ষা করতে হচ্ছে তাকে। তিন দিনের কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে মাঠে ফিরতে পারবেন তিনি। লন্ডনের মতো এই তিন দিনেও টিভিতে ও অনলাইনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখবেন জেমি।
জেমির সামনে মূল অ্যাসাইনমেন্ট অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচের খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের। কিছুক্ষণ পর জাতীয় দল কমিটির সভায় সেপ্টেম্বর ফিফা উইন্ডো এবং সাফের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। ভার্চুয়াল আলোচনায় যুক্ত থাকবেন কোচ জেমি ডে’ও।
সাননিউজ/এমএইচ