আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনো কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব।
এদিকে, ফ্রান্সে করোনাভাইরাসে একদিনে লকডাউন পরবর্তী সময়ে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ঘটেছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৩৭৯ জন। যা লকডাউন পরবর্তী সময়ে সর্বোচ্চ। আর মহামারির সবচেয়ে ভয়াবহ সময়ের চেয়ে সামান্য কম। গত ৩১ মার্চ ফ্রান্সে একদিনে সর্বোচ্চ সাত হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছিলেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সেখানে আক্রান্ত হয়েছিলেন ছয় হাজার ১১১ জন। শুক্রবার (২৮ আগস্ট) সেটা ছাড়িয়ে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৩৭৯ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ৬৭ হাজার ৭৭ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, শুক্রবার মারা গেছেন ২০ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ হাজার ৫৯৬ জন।
আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও ফের লকডাউন ঘোষণা করার কথা ভাবছে না ফ্রান্স। এমানুয়েল ম্যাক্রনের সরকার দেশব্যাপী লকডাউন আরোপের বিকল্প খুঁজছে।
সূত্র: আল জাজিরা।
সান নিউজ/ এআর