আন্তর্জাতিক ডেস্ক:
এই বছরের শেষ নাগাদ ভ্যাকসিন দিয়ে করোনাভাইরাস নির্মূলের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে লড়াইয়ের জন্য তিনি রিপাবলিকান দলের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণের পর দেওয়া ভাষণে এ প্রতিশ্রুতি দেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, করোনাভাইরাসের কার্যকর কোনো ওষুধ বা টিকা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কয়েকটি সম্ভাব্য ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে রয়েছে। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানির উদ্ভাবিত ভ্যাকসিন ক্যান্ডিডেটও রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কোম্পানিই এই বছরে তাদের টিকা পাওয়া যাবে বলে নিশ্চয়তা দিতে পারেনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমেরিকার বৈজ্ঞানিক প্রতিভাকে কাজে লাগিয়ে রেকর্ড সময়ের মধ্যে ভ্যাকসিন তৈরি করে আমরা শান্তিরক্ষা করতে চলেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা এই বছরের শেষ নাগাদ একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন হাতে পাবো এবং সবাই মিলে এই ভাইরাস নির্মূল করবো।’
করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বিপর্যস্ত দেশ হলো যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুসারে, ২৮ আগস্ট (শুক্রবার) পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ৪৮ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে এক লাখ ৮৪ হাজার ৮০৩ জনের।
সান নিউজ/ এআর