ইন্টারন্যাশনাল ডেস্ক:
লেবানন সীমান্তে সশস্ত্র শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (২৬ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আগের দিন সন্ধ্যায় তাদের সেনাবাহিনী লক্ষ্য করে লেবানন সীমান্ত থেকে গুলি চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী টুইটারে লিখেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে অপারেশনাল কার্যক্রমকালে লেবানন থেকে আইডিএফ বাহিনী লক্ষ্য করে গুলি চালানো হয়। এর জবাবে আমরাও লেবানন সীমান্তে হিজবুল্লাহ পর্যবেক্ষণ পোস্টে পাল্টা গুলি এবং বিমান হামলা চালাই।
দুই দেশের মধ্যবর্তী জাতিসংঘ চিহ্নিত ব্লু লাইন সীমান্তের মানারায় এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
আইডিএফ আরও জানিয়েছে, এটি একটি মারাত্মক ঘটনা। আমরা যেকোনও হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছি।
উল্লেখ্য, ইসরায়েল ও লেবানন যুদ্ধে লিপ্ত রয়েছে। সেখানে অস্ত্রবিরতি পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছে জাতিসংঘ বাহিনী ইউএনআইএফআইফিল। এটি ১৯৭৮ সালে গঠিত হয়। ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে ২০০৬ সালে মাসব্যাপী যুদ্ধের পর জাতিসংঘ বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়। সম্প্রতি ইসরায়েল অভিযোগ করেছে, নতুন যুদ্ধের প্রস্তুতি হিসেবে হিজবুল্লাহ সীমান্তে অস্ত্র মজুত করছে।