আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনাভাইরাসের সঙ্গেই আমাদেরকে বসবাস করা শিখতে হবে। আর নিউ নরমাল লাইফের উৎকৃষ্ট উদাহরণ হলো হজ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস এমনটা জানিয়েছেন।
যথাযথ নিরাপত্তা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে হলেও হাজিদের হজ করার সুযোগ করে দেওয়ায় সৌদি আরবকে ধন্যবাদ জানান তিনি।
বিষয়টিকে তিনি নিউ নরমাল লাইফের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেছন। এভাবেই নিরাপদে, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জীবনকে চালিয়ে নিতে হবে মহামারিকালে।
টেড্রোস ঘেব্রেইয়েসুস বলেন, করোনাভাইরাসের সঙ্গেই মানুষকে বসবাস করা শিখতে হবে। আর এটা করতে হবে নিজেদের ও অন্যদের নিরাপদে রাখার মাধ্যমে। বিশেষ করে যারা উচ্চঝুঁকিতে আছেন তাদের। মহামারি মানে এই নয় যে জীবন থেকে থাকতে হবে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বিশ্বে বর্তমানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৭৪ লাখ ৭৪ হাজার।
এর মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ৭৬ হাজার ৭৫৯ জনের। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে এক কোটি ৯ লাখ ৩৭ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
সান নিউজ/সালি/ এআর