ইন্টারন্যাশনাল ডেস্ক:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় পশু কোরবানি দিচ্ছেন মুসলমানরা।
সবচেয়ে বড় মুসলিম দেশে ইন্দোনেশিয়ার, জাকার্তার আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। নামাজ শেষে, আল্লাহ্’র সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
এদিকে, পবিত্র হজের নিয়ম অনুসারে, বৃহস্পতিবার (৩০ জুলাই) মুজদালিফায় রাত কাটানোর পর আজ ফজরের নামাজের পর মিনায় ফিরে শয়তানের প্রতীকে পাথর নিক্ষেপ করেন হাজিরা। আল্লাহ্’র সন্তুষ্টি লাভের আশায় আজ পশু কোরবানি দেবেন তারা। ফিলিপাইন-মালয়েশিয়াতেও ঈদ উদযাপিত হচ্ছে আজ।
মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলো ছাড়াও ঈদ উদযাপনে প্রস্তুত যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ। এরই মাঝে, মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিভিন্ন রাষ্ট্রনেতা ও সরকার প্রধান।
সান নিউজ/ আরএইচ/ এআর