ইন্টারন্যাশনাল ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণে লোগার প্রদেশে গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতের এই হামলায় আহত হয়েছেন আরও ২১ জন।
ঈদ-উল আযহা উপলক্ষে তালেবান বাহিনীর সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান সরকার। শুক্রবার (৩১ জুলাই) থেকে এই যুদ্ধবিরতি শুরু হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই হামলা চালানো হয়।
এদিকে তালেবানরা এই হামলার দায় অস্বীকার করেছে। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস’র পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি।
হামলার বিষয়ে লোগার প্রদেশের সরকারের মুখপাত্র দেদার লাওয়াং জানান, একটি সরকারি অফিসের কাছে হামলাটি চালানো হয়। ঈদের আগের দিন হওয়ায় অনেক মানুষ কেনাকেটার জন্য সেখানে ছিলেন।
আফগানিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, সন্ত্রাসীরা পবিত্র ঈদ-উল আযহার আগের রাতে আবারও হামলা চালিয়ে বেশ কয়েকজন হত্যা করেছে।
সান নিউজ/ আরএইচ/ এআর