বরিশাল প্রতিনিধি:
বরিশাল নগরীর কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম এম এ আজাদ সজল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
সজল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট। তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায়। তিনি মমতা স্পেশালাইজড হাসপাতালের সাত তলার একটি কক্ষে থাকতেন। কিভাবে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ‘গতকাল থেকে ডা. আজাদ নিখোঁজ ছিলেন। আজ সকালে শহরের কালীবাড়ী সড়কে মমতা হাসপাতালের লিফটের নিচে ফাঁকা জায়গায় তার মরদেহ পাওয়া যায়। কেন, কীভাবে তিনি সেখানে গিয়েছিলেন সেটা আমরা জানতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ আছে, তারা বিষয়টা দেখছে।’
জানতে চাইলে বরিশাল কোতয়ালি মডেল থানার (এসি) মো. রাসেল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়।
এটি হত্যা নাকি দুর্ঘটনা এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।