স্পোর্টস ডেস্ক : ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে হারালো চেলসি। দলের হয়ে জোড়া গোল করেন জর্জিনিয়ো। এ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এলো ল্যাম্পার্ড শিষ্যরা।
নতুন মৌসুমের শুরুটা জয় দিয়ে শুরু করলেও,এরপর হার আর ড্রয়ের দোলাচলে দিন পার করেছে ব্লুরা। এবার ঘরের মাঠে দ্বিতীয় জয়ের দেখা পেলো ল্যাম্পার্ডের দল।
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির প্রতিপক্ষ ছিলো ক্রিস্টাল প্যালেস। ঘরের মাঠে বরাবরই প্যালেসের বিপক্ষে অপ্রতিরোধ্য চেলসি। এ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। যদিও ম্যাচের শুরুতে স্বাগতিকদের আক্রমণে তেমন একটা ধার ছিলো না। যেখানে দুদলই গোলের কোনো সুযোগও তৈরি করতে পারেনি। ফলে প্রথমার্ধ থাকে গোলশূন্য।
বিরতির পর যেনো ছন্দ ফিরে পায় চেলসি। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখে ল্যাম্পার্ড শিষ্যরা। ম্যাচের ৫০ মিনিটে ডেডলক ভাঙ্গে চিলওয়েল। বাঁ পায়ের জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেয় লেস্টার থেকে আসা এই ইংলিশ লেফট ব্যাক।
এরপর আক্রমণের ধার বাড়িয়ে ৬৬ মিনিটে দুর্দান্ত হেডে চেলসির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ডিফেন্ডার কার্ট জুমা। ৭৮ মিনিটে ডি বক্সে ট্যামি আব্রাহাম ফাউলের শিকার হলে পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে গোল করেন জর্জেনিয়ো। স্কোর লাইন দাঁড়ায় ৩-০। তিন মিনিট বাদে আবারো স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন জর্জেনিয়া।
শেষ পর্যন্ত আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। চার ম্যাচে ২ জয় এক ড্র আর ১ হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে আসে চেলসি। অন্যদিকে, ৬ পয়েন্ট নিয়ে আটে ক্রিস্টাল প্যালেস।
অন্য ম্যাচে, ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছে দীর্ঘ ১৬ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা লিডস ইউনাইটেড। ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে সিটিজেনরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণদুর্গে আক্রমণ রচনা করে গার্দিওলার শিষ্যরা।
ম্যাচের ১৭ মিনিটে তোরেসের অ্যাসিস্টে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বিরতির পর সমতায় ফেরে লিডস। উজ্জীবিত ফুটবল খেলে গোল আদায় করে নেন রদ্রিগো। যদিও শেষ পর্যন্ত আর গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দু'দল।
সান নিউজ/বিএম/এস