নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের বিভিন্ন জেলায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আগামী তিন দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে একইসাথে বৃষ্টিপাতও কমতে পারে। খবর- বাসস।
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের অনেক স্থানে এবং ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।
সোমবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
এতে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে।
সাননিউজ/এমএসএ