নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় এক চিকিৎসকসহ আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল মোট ৫০ জনে।
এছাড়া, নতুন করে ২১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৩১ জনে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ জন।
করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সুরক্ষা বিধিমালা কঠোরভাবে মেনে চলার পাশাপাশি করোনা পরীক্ষার আহ্বান জানান তিনি। করোনায় মৃত্যুবরনকারী চিকিৎসকের পরিবাররের সব দায়িত্ব সরকার নেবে বলেও জানান মন্ত্রী।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হয়ে ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মৃত্যুর তথ্যটি স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীকে জানালে তিনি শোক প্রকাশ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, মৃত চারজনের মধ্যে তিনজন পুরুষ, অন্যজন নারী। এদের মধ্যে দুইজনের বয়স ৭০-এর ওপরে, একজনের ৫০, অন্যজনের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।
জানানো হয়, নতুন করে ঢাকার মিরপুর, কেরানীগঞ্জ ও গাজীপুরে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে পাঠানো হয়েছে ৭১ জনকে এবং বর্তমানে আইসোলেশনে আছেন ৪৩৩ জন। ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২০ জন এবং এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৪৬২ জন।