নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস প্রতিরোধে এবং রোগীদের সেবা দিতে শিগগিরই বাংলাদেশে আসছে চীনের ১৫ সদস্যের একটি মেডিক্যাল টিম। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
আজ (৮ এপ্রিল)করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের চীন-বাংলাদেশ মেডিকেল বিশেষজ্ঞদের সংলাপ অনুষ্ঠানের এ কথা জানান চীনের রাষ্ট্রদূত।
লি জিমিং বলেন,করোনা মাহামারির এই দুর্দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে অপরের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশের পাশে থাকবে চীন।
এরই মধ্যে মেডিক্যাল ইক্যুইপমেন্ট হিসেবে টেস্টিং কিট, সার্জিক্যাল মাস্ক, সুরক্ষা সামগ্রীসহ বাংলাদেশে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চীনের ১৫ সদস্যের মেডিক্যাল টিম বাংলাদেশে এসে পৌঁছাবে। চীনের বিশেষজ্ঞ ডাক্তাররা বাংলাদেশের ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ ও করোনা রোগীদের চিকিৎসায় সহায়তা করবেন।