নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমিত রোগী পাওয়া যাওয়ায় রাজধানীর শেরেবাংলা নগরের মোতাহার বস্তি লকডাউন করা হয়েছে। পুলিশ জানায়, স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর নির্দেশে বস্তিটি লকডাউন করা হয়েছে।
অর্থাৎ আজ থেকে ওই বস্তিতে কেউ প্রবেশ করতে পারবে না এবং সেখান থেকে কেউ বের হতে পারবেন না।
আজ (৮ এপ্রিল) বিকালে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী এ তথ্য জানান। তিনি বলেন, ওই বস্তিতে একজন রোগীর করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। সেখান থেকে যাতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে না পরে তার জন্য আইইডিসিআর-এর নির্দেশে বস্তিটি লকডাউন করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঢাকার অনেক এলাকা ও বাড়ি লকডাউন করা হয়েছে। সারাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২১৮ জন।