নিজস্ব প্রতিবেদক : বাস পুড়িয়ে বিএনপি এর দায় উল্টো অন্যদের ওপর চাপাচ্ছে। বিশ্বে মিথ্যা কথা বলার ওপর কোনও পুরস্কার থাকলে সেটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই পেতেন। মির্জা ফখরুলের জেনে রাখা উচিত মিথ্যা কথা বললে মানুষের আয়ু কমে যায়।
রোববার ( ১৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘পুরো বিশ্ব করোনায় বিপর্যস্ত। আমাদের দেশের মানুষ করোনা পরিস্থিতিতে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এ অবস্থায় বিএনপি আবারও আগের খেলায় মেতে উঠেছে। বিএনপি মানুষ পুড়িয়ে ও বাসে আগুন দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
বিএনপি নেতাদের নেতিবাচক কর্মকাণ্ডের কারণ দলটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষের মন থেকে বিএনপি যোজন যোজন দূরে চলে যাচ্ছে। এ দলটি একটি সন্ত্রাসী দল। কানাডার আদালতেও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে রায় হয়েছে।
উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপির কর্মসূচির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনে আসে জেতার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং তাদের দলকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে। তাদের আন্দোলন অগণতান্ত্রিক। জনগণই এটা প্রতিহত করবে।
উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া নিয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, ‘এতেই প্রমাণিত হয়েছে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কোনও ধরনের কারচুপি হয়নি। তা ছাড়া করোনা পরিস্থিতির কারণে ভোটার উপস্থিতি কিছু কম হতে পারে।
সান নিউজ/এসএ/এস