শনিবার, ১২ এপ্রিল ২০২৫
জাতীয় প্রকাশিত ১৫ নভেম্বর ২০২০ ০৯:০১
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৬:৩৫

ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টি করতে হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, প্রতিদিন অন্তত ৪০ মিনিট হাঁটা ও টেনশনমুক্ত থাকা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতি। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে জীবন গতিময় করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ।

রোববার ( ১৫ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ওয়েবিনারে অনলাইন ফার্মেসি ডায়াবেটিস স্টোর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোস্তাফা জব্বার।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘ডায়াবেটিস নীরব ঘাতকের মতোই প্রতি মুহূর্তে কিডনি, হৃদযন্ত্র ও চোখ নষ্ট করছে। নতুন নতুন রোগের জন্ম দিচ্ছে। ডায়াবেটিস সারানো যাবে না, তবে সচেতনতার মাধ্যমে জীবনধারা সঠিকভাবে পরিচালিত করতে পারলে ডায়াবেটিস নিয়ে দুশ্চিন্তারও কোনও কারণ নেই।’

দেশে ডায়াবেটিস রোগীদের রক্ষায় জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম অসাধারণ ভূমিকা রেখেছেন উল্লেখ করে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘এক সময় ডায়াবেটিস যে একটা রোগ তার ধারণাই ছিল না। ডায়াবেটিসকে মারাত্মক জটিল করে দেখারও দরকার নেই।

আবার এটিকে অবহেলাও করা যাবে না। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা অপরিহার্য। সামগ্রিকভাবে অব্যাহত সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অসাধারণ সুফল পাওয়া সম্ভব।

ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তরুণ উদ্যোক্তাদের সপ্তাহব্যাপী আয়োজিত অনুষ্ঠান কর্মসূচির প্রশংসা করেন মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘মানব সেবার চেয়ে ভালো কাজ হতে পারে না।’ মন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের জনকল্যাণমূলক কাজে অন্যরাও এগিয়ে আসবে।

ডায়াবেটিস স্টোরের প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিন শিপনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার ও সেক্রেটারি আবদুল ওয়াহেদ তমাল। বক্তারা মানব সেবার অংশ হিসেবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পূবাইলে হাত-পা বেঁধে ফ্ল্যাট বাসায় ডাকাতি

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় ফ...

এসএসসির প্রশ্ন নিয়ে খুশি শিক্ষার্থীরা, প্রথমদিনের পরীক্ষা শেষ 

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা