ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রচেস্টারে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গকে আটকের পর ‘শ্বাসরোধ’ করে হত্যার ঘটনায় ৭ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
মার্চের সেই হত্যাকাণ্ডের একটি ভিডিও গত সপ্তাহে প্রকাশ হওয়ার পরে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) তাদেরকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়। রচস্টারের মেয়র লাভলি ওয়ারেন সাত পুলিশকে বরখাস্তের এই ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।
গত মার্চে পুলিশের হেফাজতে মারা যান ডানিয়েল প্রুডকে। গ্রেপ্তার করার সময় পুলিশ তাকে ‘স্পিট হুড’ পরিয়ে রাস্তায় মুখ চেপে ধরলে শ্বাসরোধ হয়ে প্রুড মারা যান বলে অভিযোগ উঠেছে। যদিও তখন ঘটনাটি আড়ালে থেকে গিয়েছিল। তার দুই মাস পর গত মে তে মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহতের ঘটনায় বিশ্বব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভের জন্ম দেয়। শুরু হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন।