আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ব করোনার প্রভাবে এবার হজ করেন মাত্র বিশ হাজার মুসলমান ধর্মপ্রাণ মানুষ। যেখানে বাংলাদেশের ছিলেন মাত্র পাঁচজন।
হজের মূল আনুষ্ঠানিকতা বা কার্যক্রম প্রায় শেষের পথে। এখন পর্যন্ত কোনো হাজি করোনায় সংক্রমিত হননি বলে জানায় সৌদি সরকার।
শনিবার (১ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ডা. মুহাম্মদ আল-আবদালি জানান, হাজিদের করোনায় আক্রান্তের কোনো ঘটনা ঘটেনি। জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে এমন রোগেও কেউ সংক্রমিত হননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তালাল আল-শালহুব জানান, হাজিরা আরাফার ময়দানে দাঁড়ানো থেকে শুরু করে মুজদালিফায় অবস্থান পর্যন্ত সব কিছু সব আনুষ্ঠানিকতা নিরাপদে, সুরক্ষিত অবস্থায় এবং প্রশান্তির সঙ্গে পালন করেছেন।
সান নিউজ/সালি