আন্তর্জাতিক ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়ে ভারতে একে ত্রিপাঠি নামে সাবেক এক বিচারপতির মৃত্যু হয়েছে।
২ মে শনিবার দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একে ত্রিপাঠি ছত্তিসগড় হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। লোকপালের জুডিশিয়াল মেম্বারও ছিলেন তিনি। এছাড়া বিহারের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলও ছিলেন অজয় কুমার।
গত মাসে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর থেকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন আরো ৬৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৮ জন।
আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩৭ হাজার ৩৩৬ জন। এছাড়া এ পর্যন্ত ৯ হাজার ৯৫১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।
সান নিউজ/সালি