নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩২ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার হাজার ২০৬ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর খবর দেওয়া হয়। মৃতের সংখ্যা চার হাজার ছাড়ায় গত ২৫ আগস্ট। এর মধ্যে গত ৩০ জুন একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। মোট মৃত্যুর মধ্যে প্রায় অর্ধেকই ঢাকা বিভাগে। সবচেয়ে কম মৃত্যু ময়মনসিংহ বিভাগে।
ঢাকা বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ৩০ জন, যা মোট মৃত্যুর ৪৮ দশমিক ২৬ শতাংশ। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে মারা গেছেন ৯২০ জন (২১ দশমিক ৮৭ শতাংশ), রাজশাহী বিভাগে মারা গেছেন ২৭৯ জন ( ৬ দশমিক ৬৩ শতাংশ), খুলনা বিভাগে ৩৪৮ জন (৮ দশমিক ২৭ শতাংশ), বরিশাল বিভাগে ১৬৫ জন (৩ দশমিক ৯২ শতাংশ), সিলেট বিভাগে ১৯১ জন (৪ দশমিক ৫৪ শতাংশ), রংপুর বিভাগে ১৮৪ জন (৪ দশমিক ৩৭ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ৮৯ জন (২ দশমিক ১২ শতাংশ)।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন দুই হাজার ২৭ জন। সুস্থতার সংখ্যাতেও সবার ওপরে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ৪০১ জন, রংপুর বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ৭৯ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ১৪৪ জন, সিলেট বিভাগে ৬২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ১০ বছরের বয়সের নিচে রয়েছে ১৯ জন (শূন্য দশমিক ৪৫ শতাংশ), ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ৩৬ জন (শূন্য দশমিক ৮৬ শতাংশ), ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ১০০ জন (২ দশমিক ৩৮ শতাংশ), ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ২৫৭ জন (৬ দশমিক ১১ শতাংশ), ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৫৬৬ জন (১৩ দশমিক ৪৬ শতাংশ), ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন এক হাজার ১৫৬ জন (২৭ দশমিক ৪৮ শতাংশ)। ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন দুই হাজার ৭২ জন, যা মোট মৃত্যুহারের সর্বোচ্চ ৪৯ দশমিক ২৬ জন।
সান নিউজ/ এআর