সাননিউজ ডেস্ক: যান্ত্রিক জীবনে সবুজ ও প্রকৃতি প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। আর এই সবুজকে ফিরিয়ে আনতে, ঘরের কনে, বারান্দা অথবা ছাদে প্রকৃতির স্পর্শ ফিরিয়ে আনতে ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে ‘রিকল্গ্রীন’। রিকলগ্রীন গতানুগতিক নার্সারি থেকে একটু ভিন্ন ভাবে কাজ শুরু করে, যেখানে দেশি বিভিন্ন ধরনের গাছ ছাড়াও বিভিন্ন দেশ থেকে আনা নতুন নানা ধরনের অর্কিড, ক্যাকটাস, হাউস প্ল্যান্ট, হয়া, ফল গাছসহ নানা গাছ পাওয়া যায়।
এছাড়া যাবতীয় বাগান সরঞ্জাম ও সার নানা ধরনের টবের জন্য রিকলগ্রীন সকলের কাছে জনপ্রিয় একটি নাম। রিকলগ্রিনের প্রধান আউটলেট মিরপুর ছাড়াও বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্ক এ দ্বিতীয় ব্রাঞ্চ কার্যক্রম শুরু করেছে।
এদিকে, রাজশাহীতে রয়েছে নিজস্ব এগ্রো প্রোজেক্ট ও নার্সারি। রিকলগ্রীনের মূল উদ্যোক্তা মোহাম্মাদ রাশেদুল ইসলাম। তিনি বলেন গাছ ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেন, যার মূল উদ্দেশ্য মানুষকে গাছ ও প্রকৃতির প্রতি আগ্রহী করে তোলা। এছাড়া মানুষের আগ্রহের কথা চিন্তা করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রিকল্গ্রীন গার্ডেন সুপারশপের নতুন ব্রাঞ্চ করার কাজ চলছে।
সাননিউজ/এমআর