সান নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
আরও পড়ুন: জাভায় ভূমিকম্প, নিহত বেড়ে ১৬২
গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও নিজেরা মাদক সেবন করতো।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৫৭০ পিস ইয়াবা, ২১.৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১১ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চীনে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩৮
সোমবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে ডিএমপি’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা রুজু হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ।
সান নিউজ/এসআই