নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে কুহিনূর খানম নিতু (৩০) কে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামী মো. জুয়েল (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার চরচারতলা এলাকার আলাল শা মাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চর চারতলা এলাকায় অভিযান চালিয়ে কুহিনূর এর ঘাতক স্বামী জুয়েলকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে।
উল্লেখ, বুধবার (১৮ নভেম্বর) রাতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী কুহিনূর খানম নিতু (৩০) কে স্বামী জুয়েল বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বৃহস্পতিবার ভোরে উপজেলার চরচারতলা এলাকার আনু সর্দারের বাড়ির পাশের আলগা বাড়ির মো. আবু চান মিয়ার ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কুহিনূর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে।
এই ঘটনায় জুয়েলকে প্রধান আসামি ও তার পরিবারের আরো তিন সদস্যকে আসামি করে কুহিনূরের বাবা আবুল হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), ছোটভাই কামরুল ইসলাম (২৬) কে গ্রেফতার করে পুলিশ।
সান নিউজ/পিডিকে