জেলা প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে নবনির্মিত একটি ব্রিজে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্মাণকাজে ত্রুটির কারণেই এই অবস্থা হয়েছে বলে দাবী স্থানীয়দের।
আরও পড়ুন: পেঁয়াজ আমদানির অনুমতি
স্থানীয়রা জানায়, প্রায় ১ মাস আগে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নে উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠির খালের উপর ব্রিজের নির্মাণকাজ শেষ হয়। তবে উদ্বোধন করার পূর্বেই ব্রিজটিতে ফাটলের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
প্রকৌশলী মো. ইকবাল কবীর ও উপ সহকারী প্রকৌশলী মঈনুল আযমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়ে দৃশ্যমান ফাটলে সিমেন্টের প্রলেপ দেয়।
আরও পড়ুন: রুমায় চান্দের গাড়ি উল্টে নিহত ১
স্থানীয়রা জানান, মাত্র ১-১.৫ মাস আগে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজের গোড়া মাটি দিয়ে ভরাট করার সময়ই দৃশ্যমান হয় ব্রিজের ফাটল। তারা ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে পুনরায় নির্মাণের দাবী জানান।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মো. রুবেল জানান, ওটা আদতে কোন ফাটল নয় এবং এখানে ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, ফাটলটি সংস্কার করে দেওয়া হয়েছে।
ইকবাল কবীর জানান, ব্রিজটি প্যাকেজ প্রজেক্টে বরাদ্দ দেওয়ার মাধ্যমে নির্মাণ করা হয়েছে। ব্রিজের ফাটলটি ইতোমধ্যেই সংস্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্কার কাজ সমপূর্ণ না হলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যমকর্মীরা ব্রিজের মোট বাজেট জানতে চাইলে এই প্রকৌশলী জানান তিনি এ বিষয়ে অবগত নন।
সান নিউজ/এসআর/এএন