জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় উথলীতে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে ধীরগতিতে চলছে ট্রেন।
আরও পড়ুন: ফেনীতে বাস উল্টে আহত ২০
রোববার (১৬ জুন) বেলা ১১টার দিকে দর্শনা হল্ট ও উথলী স্টেশনের মাঝামাঝি স্থানে ঘোড়ামারা রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে।
এদিন দুপুর সাড়ে ৩টা পর্যন্ত ঘটনাস্থলে লাল কাপড় টানিয়ে মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন উথলী স্টেশন মাস্টার স্বপন বিশ্বাস।
উথলী স্টেশন মাস্টার স্বপন বিশ্বাস জানান, বিষয়টি জানার পরই মেরামতের কাজ শুরু করা হয়। ঘটনাস্থল দিয়ে ট্রেন ধীরগতিতে চলছে।
চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, উথলীতে রেললাইন ভেঙে গেছে বলে জেনেছি। ভাঙা অংশ কেটে বাদ দিয়ে মেরামত চলছে। ঘটনাস্থল দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। এতে ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটবে না।
সান নিউজ/এএন