বুধবার, ৯ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০২১ ১১:১৫
সর্বশেষ আপডেট ৩০ ডিসেম্বর ২০২১ ১১:১৫

মুন্সীগঞ্জে যুবলীগ নেতা বিপুলের ব্যতিক্রমী উদ্যোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুলের ব্যতিক্রমী উদ্যোগে পথশিশুরা কিনেছেন নিজ পছন্দের সব জুতো।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কয়েকজন পথ শিশুকে দোকানে নিয়ে জুতা কিনে দেন তিনি। গেলো কয়েক বছর ধরে তিনি পথ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন। এ শহরে পথ শিশুদের পছন্দের তালিকায় যার নাম উঠে আসে তিনিই মালেকুন মাকসুদ বিপুল।

যুবলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুল বলেন, আধুনিক বিশ্বে অঞ্জতা, দারিদ্র্য, অশিক্ষা ও সচেতনতার অভাবে দেশে পথ শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। আমাদের দেশে অশিক্ষিত ও হতদরিদ্র মানুষের অঞ্জতার কারণে পথশিশু বা পথকলির জন্ম হয়। শিশু শব্দটির সঙ্গে আদর, স্নেহ, ভালোবাসা জড়িয়ে থাকার কথা। সেই শিশুরাই অনেক সময় টোকাই বা পিচ্চি নামে পরিচিত হয়। খালি গায়ে, খালি পায়ে কিংবা ছেঁড়া জামা-কাপড় পরে বাসস্ট্যান্ড ও শহরের অলিগলিতে তারা বিচরণ করে। রাতের বেলায় যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে।

আরও বলেন, এরা রাস্তার পাশে পড়ে থাকা বোতল, পলিথিন, কাগজসহ মানুষের ফেলে দেয়া জিনিসপত্র কুড়ানো ও ভিক্ষার মাধ্যমেই চলে তাদের দৈনন্দিন জীবন। আধুনিক বিশ্বে, আমাদের বাংলাদেশ ডিজিটাল হচ্ছে। এই শীতে তাদের কষ্ট লাগবে জুতা কিনে দিয়েছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নতুন জুতো পেয়ে পথশিশুরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, আমরাতো পথে থাকি, আমাদের সব লোকরা ভালো ভাবে দেখে না। এ শহরের আমাদের কেউ নেই। বিপুল কাকুই আমাদের অভিভাবক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা