সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৬২২ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬২২ টুকরো ইয়াবাসহ নব-নির্বাচিত এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এ সময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।

গ্রেফতাকৃতরা হলেন, পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার ও ভবানীপুর এলাকার আব্দুস সালামের ছেলে শাহজাহান আলী (৩৪) এবং তার সহযোগী পীরগঞ্জের শিববাড়ী এলাকার আব্দুল আলীর ছেলে শাহীন আকতারুজ্জামান (৪৩)। শাহজাহান ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক।

পুলিশ জানায়, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের দিন ৯ নম্বর ওয়ার্ডের ইন্দ্রইল কেন্দ্রে সহিংসতার মামলায় নব-নির্বাচিত মেম্বার শাহজাহানের এক সমর্থককে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়। তার জামিন আবেদনের জন্য মঙ্গলবার ঠাকুরগাঁও আদালতে আসেন শাহজাহান। ফেরার পথে বিকেলের দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আমতলি এলাকায় ৬২২ টুকরো ইযাবা সহ শাহজাহান ও তার এক সহযোগীকে আটক করে র‌্যাব-১৩ এর একটি দল।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, নব-নির্বাচিত ইউপি মেম্বার ও তার সহযোগীকে ইয়াবাসহ র‌্যাব-১৩ গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা