নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: করোনাভাইরাসের টিকা না নেয়ায় দিনাজপুরের হাকিমপুর পৌরসভার কর্মচারীদের বেতন বন্ধ করে দেয়া হয়েছে। গণটিকা কার্যক্রম শুরুর আগের দিন থেকে কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে। তবে যারা টিকা দিচ্ছেন তাদেরকে বেতন দেয়া হচ্ছে।
সোমবার (৯ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সরকার ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে জনগণ যাতে করোনা টিকা নিতে পারেন সেজন্য গণটিকা কার্যক্রম শুরু করেছে। এরই আলোকে হাকিমপুর পৌরসভার সকল কর্মচারীকে টিকা নেয়ার নির্দেশনা দিয়েছেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। যে সকল কর্মচারী করোনার টিকা গ্রহণ করেননি তাদের বেতন বন্ধ করে দিয়েছেন তিনি।
হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, করোনার টিকা গ্রহণ না করার কারণে ইতোমধ্যে এই পৌরসভার কর্তব্যরত কর্মচারীদের বেতন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। যারা টিকা দিচ্ছেন তাদেরকে বেতন দেয়া হচ্ছে। গণটিকা কার্যক্রম সম্পন্ন হলে পৌরসভায় সেবা গ্রহণ করতে আসলে টিকার কার্ড প্রদর্শন করতে হবে। অন্যথায় সেবা প্রদান করা হবে না।
সান নিউজ/ এমবি