নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৯১১ জন।
সোমবার (৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার।
এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত এক লাখ ৪০৫ জন। মারা গেছেন দুই হাজার ৬৮১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৫৫২ জন।
এদিকে খুলনা বিভাগে করোনায় আক্রান্তের হার বাড়লেও কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা গেছেন ২৪ জন। মৃতদের মধ্যে খুলনায় তিন, বাগেরহাটে দুই, সাতক্ষীরায় এক, যশোরের পাঁচ, ঝিনাইদহে দুই, কুষ্টিয়ায় ১০ ও চুয়াডাঙ্গায় একজন রয়েছেন।
সান নিউজ/ এমবি