জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় তানজিম (২) নামে ১ শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মাসহ আরও ৩ জন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রামু মিঠাছড়ি কাইম্যারঘোনায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২
নিহত শিশু, কক্সবাজার জেলার রামু কাইম্যাররঘোনা এলাকার শাহিনের ছেলে এবং তার স্ত্রী রুবিনা আক্তার আহত হয়েছেন। ঘটনায় আহত আরও ২ জনের পরিচয়
এখনও মেলেনি।
শিশুর বাবা শাহিন জানান, কক্সবাজার জেলার ডিসি স্যারের গাড়ির ধাক্কায় আমার ২ বছরের শিশু নিহত হয়। এই ঘটনায় আমার স্ত্রীও গুরুতর ভাবে আহত হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, কক্সবাজার জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় ১ শিশু নিহত হয়েছেন। এ সময় আহত ১ নারীর পরিস্থিতি অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: সীমান্তে ভারতীয় নাগরিক আটক
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে ডিসি মহোদয় উখিয়া একটি এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন। এ সময় টেকনাফের দিক থেকে আসা ১টি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিসি মহোদয়ের গাড়ির সামনে পড়ে যায়। এদিকে মোটরসাইকেলের ২ জন আরোহীকে বাঁচাতে চালক সাইডে ব্রেক করলে গাড়ির ধাক্কায় ঐ শিশু নিহত হয়।
সান নিউজ/এমএইচ