নিজস্ব প্রতিবেদক:
সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার (২৫ মে) রাত ৮টা ৪৩ মিনিটে কয়েকবার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।
এসময় আতঙ্কে লোকজন বাড়ি থেকে দ্রুত বেরিয়ে খোলা জায়গায় অবস্থান নেন। অবশ্য ভূকম্পনের ফলে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতর সিলেটের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৬৬ কিলোমিটার উত্তরপূর্বে এবং সিলেট থেকে পর্বদিকে ভারতের কাকচিংয় এলাকায়।