ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছেন। চীনা ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টারের বরাত দিয়ে মঙ্গলবার (১৯ মে) এ কথা জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম ডব্লিউটিওপি।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৮ মে) স্থানীয় সময় সকাল ৯টা ৪৭ মিনিটে চীনের ইউনান প্রদেশের কিয়াওজিয়ার কাউন্টিতে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং ভূপৃষ্ঠে এর গভীরতা ছিল ৫ মাইল। ভূম্পিকম্পের আঘাতে ইউনানে ৪ জন নিহত হয়।
করোনায় বিপর্যস্ত চীনের ঝাওটোং শহরের কাছে আঘাত হেনেছে ভূমিকম্পটি। ওই শহরে ৬০ লাখ মানুষের বসবাস। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, ১৬টি শহরতলীতে দমকলবাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
চীনের পশ্চিমাঞ্চলীয় ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে ভূমিকম্প খুব সাধারণ ঘটনা। গত বছর দেশটির সিচুয়ান প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১৩ জন প্রাণ হারিয়েছিল। আহত হয়েছিল আরও প্রায় দুশো' মানুষ।