সারাদেশ

চাল আত্মসাৎ: দুই ইউপি সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিনিধিঃ

করোনা পরিস্থিতি দেশবাসীর জন্য অভিশাপ হলেও, কারো কারো জন্য এটা পকেট ভরার সুযোগ করে দিয়েছে। আর তাই তো দেশের এই দুর্দিনে সুযোগ পেয়ে যা পারছে লুটে নিচ্ছে। করোনা শুরুর পর থেকেই দায়িত্বশীল ব্যক্তিদের ত্রাণ চুরির খবর এসেছে দেশের গণমাধ্যমে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কিছুদিন তা বন্ধ থাকলেও আবারও নতুন করে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সরকার দলীয় নেতাদের বিরুদ্ধে।

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করা ইউপি সদস্যরা হলেন—উপজেলার চাঁদপুর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিস বেগম এবং রায়েদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনিয়ন যুবলীগের বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন।

বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ ইসমত আরা বিষয়টি নিশ্চিত করেন।

ইউএনও জানান, তদন্তে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক (ডিসি) তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগে সুপারিশ করেন। পরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী বৃহস্পতিবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এছাড়া কেন তাদের চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না—এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ডিসি আরও বলেন, 'অন্যদের নামে কার্ড ইস্যু করে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি চাল আত্মসাৎ করার অভিযোগ আছে এই দুই ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার (২৬ মে) ভ্রাম্যমাণ আদালত বোরহান উদ্দিনকে দুই মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জারিমানা করেছেন। গত ১৫ এপ্রিল বিলকিস বেগমের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির পাঁচ বস্তা চাল উদ্ধারের পর, তাকে সাত দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ফেরিঘ...

মুন্সীগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন...

রক্তদানের মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা

মাহিদুল হোসেন সানি: রাজধানীর কামর...

শহীদ মিনারে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক: ২১ শে ফেব্রুয়ারি পালন ও ভাষা শহীদদের শ্রদ্...

অবৈধ পথে ভারতে যাবার সময় স্বামী-স্ত্রী আটক

মো. জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি:

সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

৬০২ ফিলিস্তিনি মুক্তি আজ

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তির আওতায় সপ্তম দফায় আজ আর...

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন...

রাতে বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে , সারা...

চরমপন্থি দলের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপায় চরমপন্থি গ্রুপের মধ্যে গো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা