ছবি: সংগৃহীত
নারী

আজ বিশ্ব মা দিবস 

সান নিউজ ডেস্ক : আজ ১৪ মে (রোববার) বিশ্ব মা দিবস। প্রতিবছর সারা বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববার ‘মা দিবস’ হিসেবে পালন করা হয়।

আরও পড়ুন : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

বাংলাদেশেও এ দিবসটি নানা আয়োজনে পালন করা হয়। সামাজিক মাধ্যমগুলো ভরে ওঠে মায়ের সাথে সন্তানদের ছবি ও নানা লেখায়। অন্যান্য দিনের তুলনায় এ দিনে অনেক বেশি মানুষ নিজের মাকে ফোন করেন, তার জন্য উপহার কেনেন।

মাকে নিয়ে লেখা হয়েছে শত-সহস্র কবিতা, গান। সেখানে ব্যক্তি মা যেমন রয়েছে, তেমনি দেশকে মা সম্বোধন করেও রচিত হয়েছে অনেক গান, কবিতা। বাংলা সাহিত্যে মাকে নিয়ে লেখা বিখ্যাত বেশ কয়েকটি কবিতা রয়েছে। যেমন- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মনে পড়া’, শামসুর রাহমানের ‘কখনো আমার মাকে’, হুমায়ুন আজাদের ‘আমাদের মা’, আল মাহমুদের ‘নোলক’, কালিদাসের ‘মাতৃভক্তি’ উল্লেখযোগ্য।

আরও পড়ুন : হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা

মা দিবসের সূত্রপাত ১৯০৮ সালের ৮ মে। গত শতাব্দীর শুরু দিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক স্কুলশিক্ষিকা অ্যানা জারভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করার কথা ভাবেন।

এ ভাবনা বাস্তবায়নের আগে ১৯০৫ সালের ৯ মে তিনি মারা যান। তার মৃত্যুর পর মেয়ে অ্যানা এম জারভিস মায়ের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করেন। ১৯০৮ সালে বন্ধুবান্ধবকে নিয়ে তার মা ফিলাডেলফিয়ার যে গির্জায় উপাসনা করতেন, সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মা দিবসের সূচনা করেন।

আরও পড়ুন : শেরে বাংলা এ কে ফজলুল হক’র প্রয়াণ

এরপর ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রোববার মায়েদের জন্য উৎসর্গ করে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়।

পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ব্যবহৃত ‘মা’ ডাকের শব্দগুলোর মধ্যকার উচ্চারণগত এই সাদৃশ্য থাকা এক বিরাট রহস্য।

আরও পড়ুন : ফ্লোরেন্স নাইটিঙ্গেল’র জন্ম

ভাষাবিদ রোমান জ্যাকবসন এর পেছনে যুক্তি দেখান যে, শিশুরা যখন মায়ের দুধ পান করে, তখন তারা তাদের মুখভর্তি অবস্থায় কিছু শব্দ করে। সেই শব্দগুলো নাক দিয়ে বের হয় বলে উচ্চারণগুলো অনেকটা ‘ম’-এর মতো শোনায়। তাই প্রায় সব ভাষাতেই ‘মা’ ডাকে ব্যবহৃত শব্দগুলো ‘ম’ বা ‘এম’ দিয়ে শুরু হয়।

মা শব্দটির ইংরেজি প্রতিশব্দ মম। যা পূর্বে ব্যবহৃত শব্দ ‘মাম্মা’র পরিবর্তিত রূপ। ধারণা করা হয়, ইংরেজি মাম্মা শব্দটি এসেছে ল্যাটিন ‘মাম্মা’ শব্দ থেকে, যা ‘স্তন’ বোঝাতে ব্যবহৃত হতো। এ শব্দ থেকে ‘ম্যামেল’ উৎপত্তি, যা স্তন্যপায়ী প্রাণীর ইংরেজি প্রতিশব্দ।

আরও পড়ুন : শওকত ওসমান ও আনিসুজ্জামান’র প্রয়াণ

মজার ব্যাপার হলো, পৃথিবীর প্রায় সব দেশেই মা বোঝাতে ব্যবহৃত শব্দগুলোর উচ্চারণ প্রায় কাছাকাছি। সবগুলো শব্দের শুরুতেই ব্যবহৃত হয়েছে ‘এম’ অথবা ‘ম’ বর্ণটি। জার্মান ভাষায় ‘মাট্টার’, ওলন্দাজ ভাষায় ‘ময়েদার’, ইতালিয়ান ভাষায় ‘মাদর’, চীনা ভাষায় ‘মামা’, হিন্দি ভাষায় ‘মা’, প্রাচীন মিশরীয় ভাষায় ‘মাত’, সোয়াহিলি ভাষায় ‘মামা’ এবং আফ্রিকান্স ও বাংলা ভাষায় ‘মা’।

পৃথিবীর শ্রেষ্ঠ মা ‘মাকড়সা’

সন্তানের বেঁচে থাকার এবং মঙ্গল কামনার জন্য মা সন্তানের জন্য নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেন। এ সত্যটি শুধু মানুষের মধ্যেই নয়, প্রকৃতির অন্য প্রাণিদের ক্ষেত্রেও এটি সত্যি। তেমন এক প্রাণির হলো মাকড়সা। মাকড়সার ডিম ফুটে বাচ্চা বের হয়। বাচ্চা না হওয়া পর্যন্ত মা মাকড়সা সেই ডিম নিজের দেহে বহন করে।

আরও পড়ুন : কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ

যখন বাচ্চা হয় তখন মা মাকড়সা বাচ্চাদের বাঁচিয়ে রাখতে তাদের খাবারের জন্য নিজের শরীর বিলিয়ে দেয়। বাচ্চা মাকড়সারা মা মাকড়সার দেহই ঠুকরে ঠুকরে খেতে শুরু করে। সন্তানের জন্য মা সব কষ্ট-যন্ত্রণা নীরবে হজম করে। এক সময় মায়ের পুরো দেহই চলে যায় সন্তানদের পেটে। এ আত্মত্যাগের কারণেই মাকড়সা মা সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

কুকুর-বিড়াল হত্যায় ক্ষুব্ধ জয়া-সালমান

বিনোদন ডেস্ক: রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলা...

ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়েছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

জমি দখল নিয়ে সংঘর্ষে মৃত্যু বেড়ে ২

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলায় গোমস্তাপুরে খাস জমি দখল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা