বিভাষ দত্ত, ফরিদপুর: মানসম্মত ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে সারা দেশে সাড়া ফেলে দিয়েছেন ফরিদপুরের উদ্যোক্তা তানিয়া পারভীন। স্থানীয় কৃষকদের চাহিদা পুরন করে, তানিয়োর সার দেশের বিভিন্ন জেলার কৃষকদের চাহিদা পুরন করছে। তানিয়ার সাফল্য দেখে প্রতিদিনই তার খামার পরিদর্শনে আসছেন দেশের বিভিন্ন জেলার নারী উদ্যোক্তারা।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে শহরের দক্ষিণ শোভারামপুর তানিয়ার ভার্মি কম্পোস্ট সারের খামার পরিদর্শনে আসেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প ২য় পর্যায়ের নড়াইল ও মাগুরা জেলার ৪০জন পানি ব্যবস্থাপনা দলের নারী সদস্য।
খামার পরিদর্শন শেষে তানিয়া পারভীনের খামার প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প ২য় পর্যায়ের প্রশিক্ষণ পরামর্শক মোশাররফ হোসেন, জীবন ও জীবিকায়ন প্রকল্পের পরামর্শক কৃষিবিদ মো. দিদারুল আলম, উদ্যোক্তা তানিয়া পারভীন।
উঠান বৈঠকে উপস্থিত নারী উদ্যোক্তাদের ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের বিষয়ে পরামর্শ ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন তানিয়া পারভীন।
কৃষিবিদ মো. দিদারুল আলম বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প ২য় পর্যায়ের নড়াইল ও মাগুরা জেলার ৪০জন পানি ব্যবস্থাপনা দলের নারী সদস্য নিয়ে তানিয়া পারভীনের খামারে এসেছি জৈব সার উৎপাদন বিষয়ে উদ্বুদ্ধকরণের জন্য। আমাদের নারী সদস্যরা তানিয়ার খামার দেখে উদ্বুদ্ধ হয়ে তারাও খামার গড়ে তুলতে পারবে।
সান নিউজ/এমকেএইচ