নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক বছরগুলোতে গৃহকর্মে নিযুক্ত শ্রমিদের উপর নির্যাতন, হত্যা, ও মানবাধিকার লংঘনের মতো ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। গৃহশ্রমিক হিসেবে যেমন তাদের রয়েছে কিছু ন্যায্য অধিকার, তেমনি রয়েছে মানুষ হিসেবে মর্যাদা পাবার অধিকার।
সরকার ঘোষিত গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ বাস্তবায়ন না হওয়ায় দেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত কারণে গৃহশ্রমিকের মৃত্যু ও নির্যাতনের ঘটনা ঘটছে বলে জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। তাই অবিলম্বে নীতি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে সংগঠনটি।
এই করোনাকালীন সময়ে গৃহশ্রমিকরা সরকারি ও বেসরকারি পর্যায় থেকে তেমন কোনো সাহায্য বা সহযোগিতা পায়নি এবং তাদের একটা বড় অংশই চাকুরিচ্যুত ও কর্মহীন। ফলে তাদের বেঁচে থাকাটাই এখন কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তাদের উপর এই ধরনের সহিংসতা ও নির্যাতনের ঘটনা অমানবিকতার চরম নিদর্শন।
রোববার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সদস্য সচিব ও বিলস্ এর পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী নাজমা ইয়াসমীন। বিজ্ঞপ্তিতে সিলেটের নারী চিকিৎসকের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিচার করে এ ধরনের ঘটনা বন্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতিও আহবান জানায় সংগঠনটি।
সান নিউজ/এসএ/এস