নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর: অটিস্টিক নারীদের হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ দিয়েছে এসো জাতি গড়ি (এজাগ)। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন পরিষদের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘অটিস্টিক শিশু ও মহিলাদের জন্য পাইলট প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি’ প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা দিচ্ছে ডাটা কন্সালটেন্টস বিডি লিমিটেড।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এজাগের নির্বাহী পরিচালক নাজমা আক্তার। উপস্থিত ছিলেন এজাগের ভাইস চেয়ারম্যান রওনক ফারিয়া, প্রশিক্ষক শাহিনুর আক্তার, লিলি বেগম ও রাশেদা বেগম, উপজেলা কো-অর্ডিনেটর সঞ্জিত কুমার সরকার, সুপারভাইজার মো. মাহ্ফুজুর রহমান জাফর প্রমুখ।
২৫ জন অটিস্টিক নারীকে হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ দেন প্রশিক্ষক শাহিদা বেগম।