ঝাঁজ বেড়েছে পেঁয়াজের
বাণিজ্য

দলে দলে ক্রেতা দেখে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের

নিজস্ব প্রতিবেদক:

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ফলে একদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দাম বেড়ে খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৯০-১০০ টাকায়। আগেই আসা ভারতীয় পেঁয়াজের দরও উঠে গেছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি।

অথচ গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) কেজিপ্রতি দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা বিক্রি হয়।

বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়ায় অনেক বিক্রেতা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। ফলে সংকট আরো বেড়েছে। পেঁয়াজ কিনতে গিয়ে অনেক ক্রেতাকে খালি হাতে ফিরে আসতে হয়েছে।

গত বছরও ভারত আচমকা রপ্তানি বন্ধ করে দেওয়ায় পেঁয়াজের দাম হয়ে যায় আকাশচুম্বী। সে সময় খুচরা বাজারে রেকর্ড ৩০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। ধীরে ধীরে দেশি পেঁয়াজ বাজারে নামার পর দরও পড়তে থাকে। ফের রপ্তানি স্বাভাবিক হলে মূল্যও স্বাভাবিক হয়ে আসে।

একই অবস্থা এ বছরও। গতকাল হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। এ বছর বাংলাদেশে করোনা পরিস্থিতি ও দফায় দফায় বন্যায় ব্যাপক ক্ষতি হয় কৃষিতে। যার ফলে দেশে পেঁয়াজের দাম বাড়তির দিকেই ছিল। গত আগস্ট মাসের শেষের দিক থেকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। ভারতে পেঁয়াজের দাম বাড়ায় গত সপ্তাহ থেকে দেশের বাজারেও দাম বেড়ে ৪৫ টাকার দেশি পেঁয়াজের দাম বেড়ে ৭০ টাকা কেজিতে আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০ টাকা থেকে উঠে আসে ৬০ টাকায়।

আর ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে, শুনে গতকাল সন্ধ্যা থেকেই ক্রেতাদের মধ্যে হুলস্থুল শুরু হয়ে গেছে। পেঁয়াজ কিনতে রাজধানীসহ দেশের বাজারগুলোয় ক্রেতারা ভিড় জমাচ্ছেন আর খুচরা বিক্রেতারা ছুটছেন পাইকারি বাজারে। এই তুলকালাম পরিস্থিতিতে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করেই পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। গতকাল পাইকারিতে যে দেশি পেঁয়াজের কেজি ৫০ টাকা ছিল, তা আজ ৭৫ থেকে ৮০ টাকা হয়ে গেছে।

বিক্রেতারা বলছেন, আমদানি বন্ধ অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরো বাড়বে।

রামপুরা বাজারে গিয়ে দেখা গেছে, খুচরা ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের কেজি ১০০ টাকা আর ভারতের আমদানি করা পেঁয়াজের কেজি ৭০ থেকে ৭৫ টাকা হাঁকছেন। একই দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে খিলগাঁও তালতলা বাজারে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কটিয়াদীতে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজে...

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে রাস্তার উদ্বোধন

গাজীপুর সিটি কর্পোরেশন পূবাইলের ৪০ ও ৪১নং ওয়ার্ড...

ভবেশ চন্দ্রকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ছেলের মামলা

দিনাজপুরের বিরল উপজেলায় ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় চার দিন পর মামলা হয়েছ...

মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে ফ্রান্সিসের মৃত্যু

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার (...

কমলগঞ্জে ধর্ষণের শিকার গৃহবধূ

মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূ (২৫) ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার...

স্বেচ্ছাসেবক দলের কর্মী হত্যা মামলায় গ্রেপ্তার ১৪

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বেচ্ছাসেবক দল কর্মী জসিম উদ্দিন বেপারী হত্যা মা...

বাংলাদেশ হবে সবার-সভাপতি, ইসলামী ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই-আগষ্ট বিপ্লবে...

ফেনীতে ছাত্র হত্যা মামলায় দুই আইনজীবীর আত্মসমর্পণ

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলায় ফেনী জজ আদালতে আত্মসমর্পণ করেছেন আও...

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে রাস্তার উদ্বোধন

গাজীপুর সিটি কর্পোরেশন পূবাইলের ৪০ ও ৪১নং ওয়ার্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা