নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের সোনার দাম গ্রাম প্রতি ১৯০ টাকা বেড়ে ৯৬৮০ টাকা হয়েছে।
আরও পড়ুন: জ্বালানি তেলের দামে পরিবর্তনের ঘোষণা
ফলে এখন এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা, যা আগে ছিল ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। অর্থাৎ ভরি প্রতি বেড়েছে ২২১৭ টাকা।
বুধবার (৬ মার্চ) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ভারতে প্রথম নদীর তলদেশে ট্রেন চালু
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা কার্যকর হবে আগামীকাল বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে।
সান নিউজ/এনজে