নিজস্ব প্রতিবেদক: আগামী রোজাকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্যতেল, চিনি ও খেজুরের আমদানিতে শুল্ক কমাতে।
আরও পড়ুন: ডিউ ডিজিলেন্স আইন করতে চায় ইইউ
সোমবার (২৩ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত চিঠি এনবিআরে পাঠানো হয়েছে।
এনবিআর সূত্র বলছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুল্ক কমানোর বিষয়ে এনবিআরকে একটি চিঠি দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এনবিআর এ চিঠির বিষয়ে বৈঠকে বসবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী জানান, রোজাকে সামনে রেখে ভোজ্যতেল, চিনি ও খেজুরের শুল্ক কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে। শুল্ক হার কতটা কমানো হবে এনবিআর সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন
রোজার মাস না আসতেই চিনি, সয়াবিন তেল, ছোলার দাম বেড়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। এ পরিস্থিতিতে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা কয়েক মাস ধরে শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছেন।
সান নিউজ/এএ