নিজস্ব প্রতিবেদক: মিগজাউমের প্রভাবে দেশে টানা ২ দিন বৃষ্টি হওয়ায় দেশের মুন্সিগঞ্জে রোপন করা বেশিরভাগ আলুর জমি ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই আবারও বাড়তে শুরু করেছে আলুর দাম। বাজারে এখন প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা দরে।
আরও পড়ুন: সোনার দাম বাড়লো
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে প্রতি কেজি আলুতে ১০-২০ টাকা বেশি দরে বিক্রির চিত্র দেখা যায়।
বাজারে নতুন আসা গ্রানুলা (সাদা আলু) ও কার্ডিনাল (লাল আলু) উভয় জাতের নতুন আলু আসার পরে, কয়েক সপ্তাহ ব্যবধানে দাম প্রতিকেজি ৬০ টাকায় নেমেছিলো। যা বর্তমানে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। বাজারে এখন সাদা নতুন আলু-ই বেশি। কিছু দোকানে পুরনো আলু পাওয়া যাচ্ছে, পুরোনো আলু এখনও বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজি। যা আগের তুলনায় ১০ টাকা বেশি।
আরও পড়ুন: দোহায় বাংলাদেশি মালিকানাধীন শো রুম উদ্বোধন
এদিকে বগুড়া অঞ্চলের পাকড়ি জাতের ছোট আলুর দাম ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও এসব আলুর দাম সাধারণ জাতের থেকে সব সময় বেশি থাকে।
বিক্রেতারা বলছেন, নতুন আলু আসার পরও এখনও আলুর বাজার চড়া, যে ধরনের পরিস্থিতি গত কয়েক বছরে দেখা যায়নি। এক সপ্তাহ আগে দাম কমে ৬০ টাকায় নেমেছিলো। গত ২ দিন ধরে আবারও বাড়ছে।
ওই সময় কৃষি অধিদপ্তরের ক্ষয়ক্ষতির প্রতিবেদনে দেখা যায়, সবোর্চ্চ আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জে ১৬২০০ হেক্টর জমির মধ্যে ১২৭৬২ হেক্টর জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া নরসিংদী, মানিকগঞ্জসহ কয়েকটি জেলা মিলিয়ে মোট ১৩৮৭৭ হেক্টর জমির আলুর উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে।
আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
এদিকে কারওয়ান বাজারে পাইকারিতে আলুর দাম প্রতি পাল্লা (৫ কেজি) ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। তাতে প্রতি কেজি আলুর খুচরা মূল্য পড়ছে ৬০ থেকে ৬৪ টাকা। এছাড়া পুরনো আলু বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকা পর্যন্ত।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩৫-৩৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার। এরপর আলুর দাম নিয়ন্ত্রণে ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেওয়া হয়। তবে আলু আমদানির জন্য দেওয়া অনুমতিপত্রের (আইপি) মেয়াদ গত ১৫ ডিসেম্বর শেষ হয়েছে।
আরও পড়ুন: বৃষ্টির দোহাইতে সবজির বাজার চড়া
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, সরকার ৩ লাখ ৬ হাজার টন আলু আমদানির অনুমতিপত্র দিলেও এ পর্যন্ত দেশে আলু এসেছে ৬২ হাজার টন। যে কারণে দাম বেড়েছে বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী।
সান নিউজ/এসকে