ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা এক কৃষকের ৪০ শতাংশ জমিতে বেড়ে ওঠা লাউগাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক ও তার পরিবার।
আরও পড়ুন: বেশ কিছু পণ্যের দাম চড়া
শুক্রবার (২৪ নভেম্বর) রাতের আঁধারে কোনো এক সময় ৪০ শতাংশ জমিতে বেড়ে ওঠা লাউগাছগুলো কেটে ফেলা হয়। আলীনগর এলাকার কৃষি উদ্যাক্তা মঈনের বাগানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মঈন থানায় একটি লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগীরা জানান, ৪০ শতাংশ জমি লিজ নিয়ে ধান চাষের পাশাপাশি লাউগাছ লাগিয়েছিলেন তারা। প্রায় লক্ষাধিক টাকা খরচ করে এ বাগান তৈরি করেন মঈন।
আরও পড়ুন: বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ
কৃষি উদ্যাক্তা মঈন জানান, সংসারে সচ্ছলতা আনতে অনেক স্বপ্ন নিয়ে কয়েকমাস আগে জমি লিজ নিয়ে ৪০ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে লাউয়ের চারা রোপণ করেছিলাম। দিনরাত পরিশ্রম করে গাছগুলোকে লাউ ধরার উপযোগী করে গড়ে তুলি।
তিনি জানান, শুক্রবার ভোরে লাউ ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে দেখতে পান লাউগাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। বাঁশের মাচার নিচে তাকিয়ে গাছগুলোর গোড়া কাটা অবস্থায় দেখতে পান। গাছগুলোতে ফুলের পাশাপাশি লাউগুলো বড় হতে শুরু করেছিল।
কয়েকদিন পরেই বিক্রি করার উপযোগী হতো। এখন আবার স্বপ্ন ভেঙ্গে গেছে। ক্ষতিগ্রস্তদের ধারণা, স্থানীয় কিছু লোক বিরোধের জেরে এ ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে অর্ধশত কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত
এদিকে লাউগাছের সাথে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী। এমন ন্যক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারণ মানুষ। তাদের দাবি, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
প্রতিবেশী সিরাজ মিয়া বলেন, একজনের সাথে আরেকজনের শত্রুতা থাকতেই পারে। তবে ফসলের সাথে কেন এমন শত্রুতা? এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
স্থানীয়রা আরও বলেন, মঈন ভাইয়ের এই ক্ষেতের ফসল বড় হলে স্থানীয়রা সবাই খেতে পারতো। এখন তার এই খেতে নষ্ট হয়ে যাওয়ায় সবাই এই ক্ষেতের ফসল থেকে বঞ্চিত হলাম।
আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে গ্রামীণ পিঠাপুলির উৎসব
শুধু তাই নয়, তার দেখাদেখি অনেক নতুন কৃষি উদ্যাক্তা তৈরি হতো। এখন আর কেউ এ ধরনের ফসল করতে সাহস দেখাবে না। এরকম ঘটনা ঘটলে তো কৃষি উদ্যাক্তা আর তৈরি হবে না।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকীর জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুবৃর্ত্তরা ক্ষেতের প্রায় ৩০০ লাউগাছ কেটে ফেলেছে। এতে ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকা।
সান নিউজ/এনজে