নিজস্ব প্রতিবেদক : বেধে দেওয়া তিন পণ্যের দামে লক্ষ্য পূরণ হয়নি। তবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আরও পড়ুন : আমাকে সুষ্ঠু নির্বাচন শেখাতে হবে না
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর রাধাবল্লভ এলাকায় নিজ বাসায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি বেড়েছে ফলে আমদানি ব্যয়ও বেড়েছে। সমস্যার কিছু নাই। রপ্তানি আয় ১০ শতাংশ বেড়েছে। তবে গতমাসে রেমিট্যান্স কম এসেছে। ফলে একটু সমস্যা হয়েছে। এটা কাটিয়ে উঠবে। অন্য সবকিছু স্বাভাবিক আছে।
আরও পড়ুন : সিকিমে বন্যায় নিহত বেড়ে ৪০
তিনি আরও বলেন, ভারত যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে তার পেছনে যে যুক্তি দেখিয়েছে তা হলো, আমরা ভর্তুকি দিয়ে পাটজাত পণ্য রপ্তানি করে তাদের বাজার নষ্ট করছি। ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ প্রত্যাহারে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি। চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ, আলু ও ডিম এই তিনটি পণ্যের দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সান নিউজ/এমআর