নিজস্ব প্রতিবেদক: আজ চলতি মাসের ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আরও পড়ুন: রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
সোমবার (২ অক্টোবর) দুপুর আড়াই টায় নতুন এ দর ঘোষণা করবে সংস্থাটি। বিইআরসি আমদানি করা পণ্যটির মূল্য নির্ধারণের কাজ করে থাকে।
গত মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১১৪০ টাকা থেকে ১৪৪ টাকা বাড়িয়ে ১২৮৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
আরও পড়ুন: গাজীপুরে টেক্সটাইল গোডাউনে আগুন
তখন সিদ্ধান্ত অনুযায়ী, সাড়ে ৫ কেজি বোতলজাত এলপিজির দাম ৫৮৯ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১২৮৪ টাকা, ১৫ কেজির দাম ১৬০৫ টাকা, ১৬ কেজির দাম ১৭১২ টাকা, ১৮ কেজির দাম ১৯২৬ টাকা, ২০ কেজির দাম ২১৪০ টাকা, ২২ কেজি ২৩৫৫ টাকা, ২৫ কেজি ২৬৭৫ টাকা, ৩০ কেজি ৩২১০ টাকা, ৩৩ কেজি ৩৫৩১ টাকা, ৩৫ কেজি ৩৭৪৫ টাকা এবং ৪৫ কেজির দাম ৪৮১৫ টাকা নির্ধারণ করা হয়।
সান নিউজ/এনজে